বরিশাল ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪২ হিজরি
বরিশালে কীর্তনখোলা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী মোহাম্মদ দুদু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি।বরিশাল কীর্তনখোলা নদীতে কার্গো ডুবির খবর পেয়ে দূর্ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বর্তমান সময় পর্যন্ত তিনি সেখানে অবস্থান করে সার্বিক খোজ খবর রাখছেন। এবং এক্ষেত্রে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।