উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সময়সূচি

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০১:২৪
  • 1048 বার পঠিত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
সংবাদটি শেয়ার করুন....

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের আরেক জনপ্রিয় দল বার্সেলোনা খেলবে নাপোলির বিপক্ষে।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র হয়। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আতলেতিকোর মাদ্রিদের বিপক্ষে।টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন ও একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ী রিয়ালের এবারের গ্রুপ পর্ব ভালো কাটেনি। ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া মাদ্রিদের দলটি গতবার শেষ ষোলোয় আয়াক্সের বিপক্ষে হেরে গিয়েছিল।

অন্যদিকে, গ্রুপ পর্বে অপরাজিত ম্যানচেস্টার সিটির নকআউট পর্বে ওঠার যাত্রাটা বেশ ভালোই কেটেছে।চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। গত আসরের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই লেগের রোমাঞ্চকর লড়াইয়ে হেরে গিয়েছিল পেপ গুয়ার্দিওলার দলটি।
পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে গ্রুপ পর্বে সেরা রূপে দেখা না গেলেও অপরাজিত থেকেই শেষ ষোলোয় উঠেছে তারা। চার জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৪।

তাদের প্রতিপক্ষ নাপোলিও অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। ‘ই’ গ্রুপে তিনটি করে ম্যাচ জিতে ও ড্র করে লিভারপুলের পেছনে থেকে পরের রাউন্ডের টিকেট পায় ইতালিয়ান ক্লাবটি। শিরোপাধারী লিভারপুলের আসরের শুরুটা হয়েছিল নাপোলির মাঠে ২-০ গোলে হেরে। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। তাদের প্রতিপক্ষ আতলেতিকোর গ্রুপ পর্বটা একেবারেই ভালো কাটেনি। তিন জয় ও এক ড্রয়ের পাশাপাশি দুটি ম্যাচে হেরে বসে স্প্যানিশ ক্লাবটি।

আর গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার খেলবে জার্মানির ক্লাব লাইপ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d