বরিশাল ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৪ হিজরি
গত ১৬ই ডিসেম্বর দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অমৃত লাল দে
মহাবিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক লিংকন দাস লিটু পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী এবং দুই শিশুপুত্র রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বরিশাল জেলার জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, প্রতিষ্ঠাতা সদস্য বিজয়কৃষ্ণ দে, সদস্য মোঃ আনোয়ার হোসাইন, এ্যাড. শামসুল আরেফীন, এ্যাড. লস্কর নূরুল হক, এ্যাড. ফণীভূষণ দাস, ভানু লাল দে, অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, শিক্ষক পরিষদের সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, যুগ্ম-সম্পাদিকা বিউটি সুলতানা খানমসহ শিক্ষক-কর্মচারি এবং শিক্ষর্থীবৃন্দ।
বিবৃতিতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয়।