বরিশাল ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার পাসপোর্ট অফিসের সামনে গ্যাস সরবরাহকারী ট্রাক চাপায় যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) দিবাগতরাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কাশিপুর ইছাকঠী এলাকার সোহাগ(২৬)।
স্থানীয়রা জানায়,নথুল্লাবাদ থেকে মটর সাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল হটাৎ গ্যাস বহনকারী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে সে পরে যায়।
এবং তার উপর থেকে ট্রাক চালিয়ে দেয় ড্রাইভার।পরবর্তীতে ট্রাক ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্টোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।