বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় রবি প্রণোদনা ২০১৯-২০ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্রা,সূর্যমুখী, চিনাবাদাম, এবং গ্রীষ্মকালীন বীজ ও রাসয়নিক সার বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা এগারোটায় উপজেলা মিলায়নায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানের সভাপতিত্বে এসময় সাগ¦ত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজরসেবা অফিসার মিজানুর রহমান,কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহ ঊদ্দিন মাননু।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন পর্যায়ক্রমে এসব বীজ এবং সার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতারণ করা হবে।