আজ র‌্যাব-৮ বরিশাল দপ্তর‘র প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৩:৪১
  • 744 বার পঠিত
আজ র‌্যাব-৮ বরিশাল দপ্তর‘র প্রতিষ্ঠাবার্ষিকী
সংবাদটি শেয়ার করুন....

আজ সোমবার (২৩ ডিসেম্বর) প্রতিষ্ঠিত হয়েছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) বরিশাল দপ্তর। দিবসটিকে স্মরণীয় করে রাখতে বরাবরের ন্যায় এবারও র‌্যাব-৮’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘরোয়া সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার শীর্ষ স্থানীয় কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ।

র‌্যাব মিডিয়া সেল সূত্র জানায়- হেলিকপ্টারযোগে প্রধান অতিথি বেনজির আহম্মেদ সকালেই বরিশালে পৌঁছাবেন। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে হেলিকপ্টার অবতরণের পর যথাযোগ্য মর্যাদায় তাকে র‌্যাব কার্যালয়ে স্বাগত জানানো হবে। এরপরেই শুরু হবে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর্যায়ক্রমের আনুষ্ঠানিকতা।

এই কর্মসূচিকে সামনে রেখে র‌্যাব ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে- আনন্দ উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠান আলোকিত করে স্মরণীয় করে রাখতে দায়িত্বশীল কর্মকর্তারা সর্বাত্মক সচেষ্ট থাকবেন। এমনটি জানিয়ে র‌্যাবের অপারেশন অফিসার বলেন- দিনব্যাপি অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজে ব্যাপক সংখ্যক অতিথির অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

এর আগে র‌্যাবের ঘরোয়া কর্মসূচিতে বেনজির আহম্মেদ বক্তব্য রাখবেন। সেখানে র‌্যাবের স্থানীয় কর্মকর্তারা বিগত বছরজুড়ে তাদের সাফল্য এবং আগামীর কর্মপন্থা তুলে ধরবেন। দুইদিনে সফরে আসা র‌্যাব প্রধান বরিশালে আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় দিন পটুয়াখালীর উদ্দেশে রওনা হবেন। সাগর সৈকত কুয়াকাটা সী-বিচে মাদকবিরোধী ম্যারাথন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তার অংশ নেওয়ার কথা রয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d