জাপার ‘চিফ প্যাট্রন’ হচ্ছেন রওশন এরশাদ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১২:২২
  • 738 বার পঠিত
জাপার ‘চিফ প্যাট্রন’ হচ্ছেন রওশন এরশাদ
সংবাদটি শেয়ার করুন....

জাতীয় পার্টির (জাপা) ‘চিফ প্যাট্রন’ করা হচ্ছে দলটির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে। আগামীকাল শনিবার জাপার নবম কাউন্সিলে এ বিশেষ পদটি সৃষ্টি করা হবে।
আজ শুক্রবার দুপুরে জাপার প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

জাপা মহাসচিব বলেন, ‘এবারের সম্মেলনে মূল আকর্ষণ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে ‘‘চিফ প্যাট্রন’’ নির্বাচিত করা হচ্ছে। দলে তার সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভাসহ সবখানেই তার এই সম্মান থাকবে।’

জাপায় ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা রওশন এরশাদের ‘চিফ প্যাট্রন’ হিসেবে দায়িত্ব কী হবে-এমন প্রশ্নে রাঙ্গা বলেন, ‘দলের সব ক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের উপরে থাকবে। এটি চেয়ারম্যান জি এম কাদেরই বলেছেন।’

দলে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ক্ষমতা প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘যত মিটিং হবে, তিনি তাতে সভাপতিত্ব করবেন। তবে রওশন এরশাদ যতদিন জীবিত থাকবেন, ততদিন তিনিই ‘‘চিফ প্যাট্রন’’ হিসেবে দায়িত্ব পালন করবেন।’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘এখন থেকে দলের সিদ্ধান্ত এককভাবে কেউ দেবেন না। দলের প্রেসিডিয়াম সদস্য ও দলের কো-চেয়ারম্যান মিলে সিদ্ধান্ত দেবেন। চেয়ারম্যানও এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে চান না।’

নতুন পদ পাওয়ার পর জিএম কাদেরের সঙ্গে রওশন এরশাদের নেতৃত্বের দ্বন্দ্ব সৃষ্টি হবে কি না-এমন প্রশ্নে মহাসচিব বলেন, ‘এটি নিয়ে কোনো সমস্যা হবে না, বিরোধ হবে না। ‘‘চিফ প্যাট্রন’’, চেয়ারম্যান ও মহাসচিব মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।’

জাপা মহাসিচিব বলেন, ‘কাউন্সিলে চার-পাঁচ জনকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে আনা হতে পারে। জাপার কাউন্সিলর ও ডেলিগেটদের মৌখিক ভোটে চেয়ারম্যান, কো-চেয়ার‌ম্যান, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নেতা নির্বাচন করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d