জেএসসিতে সেরা বরিশাল || পাসের হার ৯৭.৫ শতাংশ

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ০৬:০২
  • 1191 বার পঠিত
জেএসসিতে সেরা বরিশাল || পাসের হার ৯৭.৫ শতাংশ
সংবাদটি শেয়ার করুন....

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার সবচেয়ে ভালো ফল করেছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ শতাংশ। সবচেয়ে পিছিয়ে আছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দিপু মণি এ তথ্য জানান।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন। গতবারের চেয়ে এ সংখ্যা ১০ হাজার ৬৩৯টি বেশি।

জেএসসিতে পাসের হার ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৯৩, যশোর বোর্ডে ৯১ দশমিক শূন্য ৮, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ১০, কুমিল্লা বোর্ডে ৮৮ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯২, বরিশালে ৯৭ দশমিক শূন্য ৫, সিলেট বোর্ডে ৯২ দশমিক ৭৯ এবং প্রথমবারের পরীক্ষা দেওয়া ময়মনসিংহ বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) বেলা সা‌ড়ে ১১টার দিকে বরিশালে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি বলেন, এ বছর বরিশাল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে এক লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন।
বরিশাল বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে বরগুনা জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ’র হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d