বরিশাল ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
শামীম আহমেদ ॥ জেলার মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখান গ্রাম থেকে মীম আক্তার নামের দশম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত মীম ওই গ্রামের সবুজ সরদারের কন্যা ও চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুল ছাত্রীর মা শাহনাজ বেগম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে মীম বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে বাড়ি ফিরে আসে। ওইসময় মীমকে বিষন্ন দেখে কারণ জিজ্ঞাসা করা সত্বেও মীম কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে বিকেলে পরিবারের সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে ওইদিন রাতে থানার ওসি (তদন্ত) মোঃ মাইনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিহত মীমের লাশ উদ্ধার করেন। মুলাদী থানার ওসি মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।