বরিশাল ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজনে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন এ শ্লোগান সামনে নিয়ে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ গোলাম অহিদ দুলু, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, চ্যানেল আই পটুয়াখালীর প্রতিনিধি মোঃ এনায়েতুর রহমান সহ সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ। র্যালী পূর্ব প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে অতিথিবৃন্দকে উত্তরন ও ক্যাপ দিয়ে পড়িয়ে দেন প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জীর চ্যানেল আই প্রতিনিধি মোঃ এনায়েতুর রহমান।