বরিশাল ১৯শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৬ই রমজান, ১৪৪২ হিজরি
পিরোজপুরে অপহরণের ৫ দিন পর খলিল আকন (৩৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার আন্ধারমানিক বাটারপোল এলাকার মাছের ঘের সংলগ্ন একটি তালাবদ্ধ ঘর থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
এসময় অপহরণের সাথে জড়িত জসিম হাওলাদার (২৫) নামের এক যুবককে আটক করা হয়। অপহৃত খলিল আকন পার্শবর্তী পাথরঘাটা থানার হাড়িঘাটা গ্রামের ছত্তার আকনের ছেলে। সে গত সোমবার পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়েছিলেন।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের আবু সালের ছেলে জসিম হাওলাদার অপহৃত খলিলকে আটকে রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে অপহৃত খলিলের পরিবার বিষয়টি পুলিশে জানালে শুক্রবার মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী জসিম পুলিশের জালে আটক হয়। পরে তার স্বীকারোক্তি মতে অপহৃত খলিলকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় অপহৃত খলিলের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত জসিমকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।