বরিশাল ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৪ হিজরি
অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন দফায় তিন ফরম্যাটেই পাকিস্তানে গিয়ে স্বাগতিক বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমেই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে ওই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ডাক পেয়েছে নতুন তিন মুখ।
তারা হলেন- হ্যারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট। আর দলে ফিরেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।
তিন ম্যাচের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হক।
দল থেকে বাদ পড়েছেন আসিফ আলী, ফখর জামান, হ্যারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ।
আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জানুয়ারি।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনিয়ান, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।