বরিশাল ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজ। আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
ফ্লাইটটির নির্ধারিত সময়সূচি বাতিল করা হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটির সময়সূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বরিশাল অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
বিমানের অফিস সূত্র জানায়, উড়োজাহাজটির ত্রুটি চিহ্নিত করার জন্য কারিগরি সদস্যদের একটি দল ঢাকা থেকে বরিশালে যাবেন। এই ফ্লাইটটি আগামীকাল সোমবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যেসব যাত্রী ওই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে। বাকিদের টিকিট ফেরত দেওয়া হবে।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেন, বিমান বাংলাদেশের ফ্লাইটটি যথাসময়ে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। পরে কারিগরি ত্রুটির কারণে এটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। বিমানটি রহমতপুর বিমানবন্দরেই আছে। সমস্যার সমাধান হলে আগামীকাল সকাল ৯টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।