বরিশাল ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
স্টাফ রিপোর্টার॥ নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজু (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত মধ্যরাতে বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক মোহাম্মদ রাজু পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
থানার এএসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ
মোহাম্মদ রাজুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।