ঝালকাঠিতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ আহত ১০

  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ১৪:৫৬
  • 1071 বার পঠিত
ঝালকাঠিতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ আহত ১০
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যান দুইটির চালকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে দুই চালকেরই অবস্থা গুরুতর বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালক জামাল (৪০) নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের মৃত শের আলীর ছেলে। ট্রলি চালক এরশাদ (২৬) একই উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তাদের দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যান্যরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি বাসটার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্য আল্লাহ মহান (ঢাকা মেট্রো-ব ১১-১৫৩২) নামের যাত্রীবাহী বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বাস ও ট্রলির সংঘর্ষে আহত কয়েকজনে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d