বরিশাল ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ভারতীয় ৪৪০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, আজ ২ ফেব্রæয়ারী সকাল ১০টায় গোপন খবরের ভিত্তিতে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৮/১০জনের পুলিশ সদস্যের একটি দল সদর উপজেলার হাজীখালী বাজারে চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ভোলারহাট থেকে আসা একটি টমেটো ও বড়ই ভর্তি ট্রাক তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে ৫টি প্লাস্টিকের ক্যারেট ভর্তি ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ট্রাকে থাকা রুহুল আমিন (২১), মোঃ রুবেল (৩৭) ও মোঃ হামিদুর রহমান(১৯)কে আটক করে পুলিশ। আটকদেরকে জিজ্ঞাবাদে তারা জানায়, ভারতীয় ফেনসিডিল চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ভোলারহাট থেকে পটুয়াখালীতে নিয়ে আসে। এ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক ফেনসিডিল নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে। উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান। আটক দুপুর দেড়টায় থানার সামনে প্রেসব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিড়ো টলারেন্স। তাই মাদক বিরোধী অভিযান কঠোরভাবে করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ বেল্লাল হোসেন, সদর থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।