বরিশাল ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
স্ত্রীর হত্যার পর তার কাটা মাথা প্রকাশ্য সড়কে চলাফেরা করার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভারতের উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটককৃত ওই ব্যক্তির নাম অখিলেশ রাওয়াত।
স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাহাদুরপুর গ্রামে বাস করতেন অখিলেশ রাওয়াত ও তার স্ত্রী। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হতো।
শনিবার তা চরম পর্যায়ে পৌঁছে যায়। এতে রাগের মাথায় হঠাৎ স্ত্রীকে হত্যা করে অখিলেশ। পরে তার মাথা কেটে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের এক কন্যা সন্তান ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।
জেলার পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করেছে ওই ব্যক্তি।’
ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্তও চলছে বলে জানিয়েছেন তিনি।