গানে ও কবিতায় ভালবাসা……

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ২২:১৮
  • 779 বার পঠিত
গানে ও কবিতায় ভালবাসা……
সংবাদটি শেয়ার করুন....

বেলায়েত বাবলু \ গত বছর ১৩ ফেব্র“য়ারি বসন্তকে বরন করা হয়েছে। আর তারপর অর্থাৎ ১৪ ফেব্র“য়ারি ভালবাসা দিবস পালিত হয়েছে। কিন্তু পঞ্জিতামতে এবছর আজ ১৪ ফেব্র“য়ারি বসন্তের শুরু। চারিদিকে শোনা যাচ্ছে বসন্ত এসে গেছে, অথবা ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত। বসন্ত বরনে সারাদেশের ন্যায় বরিশালেও এ উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ঋতুপ্রেমীদের কাছে আজকের দিনটি অন্যরকম এক উৎসবের। পাশাপাশি আজ ১৪ ফেব্র“য়ারি বিশ্ব ভালবাসা দিবস। দুটো শুভ দিনকে ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। ভালবাসা দিবসটি আরম্ভরে পালনের জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশেও ব্যাপক আয়োজন থাকে। চ্যানেলগুলোতে থাকে বিশেষ আয়োজন। ভালবাসার মানুষদের সরব উপস্থিতি মুখরিত করে তুলে নগরীর বিনোদন কেন্দ্রগুলো। জমজমাট থাকে ফুল বিক্রির দোকান ও অভিজাত খাবারের দোকানগুলো। একটা সময় মানুষ পত্র লিখে তার ভালবাসার কথা তার প্রিয়জনকে জানাতো। তা অনেক আগেই বাতিলের খাতায় চলে যাওয়ায় কেউ এখন আর ডাক পিয়নের খোঁজ নেয়না। তাইতো মাকসুদের কন্ঠের সেই গানটি আর কেউ গায়না….আজ তোমার চিঠি যদি না পেলাম হায়, আমি ভেবে নেবো ডাক পিয়নের অসুখ হয়েছে।’ চিঠি চালাচালি বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুভেচ্ছা জানানোর আরেকটি মাধ্যম ছিল কার্ড। বিভিন্ন দিবসে আমরা একে অন্যের মধ্যে কার্ড বিনিময় করতাম। যাক সেটাও এখন অতীত হয়ে গেছে। আধুনিক যুগে এসে আমাদের ভাব প্রকাশের সবকিছু যেন পরিবর্তন হয়ে গেছে। ফুলের কদরও কমেছে অনেকাংশে। ভালবাসা দিবস নিয়ে কিছু লেখার তাগিদেই আজ লিখতে বসা। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহা পন্ডিত ছিলেন এটা একবাক্যে সবাই মেনে নিবেন। কিন্তু মহাজ্ঞানী কবি গুরুও ভালবাসা কারে কয় তার উত্তর মিলাতে পারেননি। তিনি লিখেছেন,, তোমরা যে দিবা নিশি বলো ভালবাসা, ভালবাসা। সখী ভালবাসা কারে কয়, সে যে কেবলই যাতনাময়।’ কোন এক কারনে তার কাছে ভালবাসাকে যাতনাময় মনে হয়েছে। আবার তিনিই লিখেছেন, ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে’ অথবা আমি নিশিদিন তোমায়, ভালবাসি, তুমি অবসর মতো বাসিয়ো, নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো।’ কবি গুরুর পাশাপাশি বিদ্রোহী কবি নজরুল ইসলামও ভালবাসা নিয়ে নানান কবিতা, গান রচনা করেছেন। কবি গুরুর মতো তাঁর কাছেও ভালবাসা নানা ভাবে ধরা দিয়েছিলো। তিনি লিখেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ। তাঁর ভাষায়-পৃথিবীর যা কিছু সৃষ্টির চির কল্যানকর, অর্ধেত তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আবার প্রেম ভালবাসার কবি কাজী নজরুল ইসলামই লিখেছেন, নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা লোভী, এরা দেবী, যতো পূজা পায় ততো আরো চায় ইহাদের মন। একজনে তুষ্ট নহে যাচে বহুজন।’ কবিগুরু, বিদ্রোহী কবিসহ খ্যাতিমান কবি, লেখকরা ভালবাসা নিয়ে বহু গান, কবিতা রচনা করেছেন। কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ভালবাসতে বাসতে ফতুর করে দেয়ার কথা বলেছিলেন। সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ গানে গানে বলেছেন,,কেউ বলে ভালবাসা সুখের নদী, কেউ বলে ভালবাসা স্বপ্ন গীতি। কেউ বলে ভালবাসা দক্ষিণা হাওয়া আজীবন মনে মনে তোমারে চাওয়া, আর আমি বলি ভালবাসা, ভালবাসা দুদিনের ঝড়ে যাওয়া ফুল, ভালবাসা হৃদয়ের বেদনা বকুল। ভারতের বিখ্যাত কন্ঠ শিল্পী কবির সুমন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তার ভালবাসার মানুষটাকেই চেয়েছেন। আবার আমাদের দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রিতম গানে গানে বালিকাদের প্রতি হুশিয়ারি উচ্চারন করেছেন। তিনি বলেছেন, বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে। সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝড়ে। হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাকিতে ঠোটের হাসিতে হইওনা উৎসুক, বালিকা উড়ে যাবে সুখ। ইদানীং ময়মনসিংয়ের আরেকটি প্রচলিত গান দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে…আখ ক্ষেতে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় বারো মাস, সখীগো আমার মন ভালোনা, কালার লগে পিরীত কইরা সুখতো পাইলাম না। গানটিতে প্রেম করে সুখ না পাওয়ার কথা বলা হয়েছে। আবার এ গানে নারীদের নানাভাবে উপস্থাপন করা হয়েছে। মিলন হবে কতো দিনে আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে’ এ আক্ষেপ বা প্রশ্নের জবাব যেমন সহসায় পাওয়া যায়না। আসলে ভালবাসা একেক জনের কাছে একেক রকমের। আঙ্গুর না খেতে পেলে অনেকে তাকে নাকি টক বলে। আবার যে ভালবাসা পেয়ে সুখে সংসার করছে তার কাছে ভালবাসা হচ্ছে..জীবন ফুরিয়ে যাবে ভালবাসা ফুরাবে না কখনো, মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে।’’ভালবাসা দিবস ও বসন্তের এই শুভ ক্ষনে সবাইকে অনেক অনেক প্রীতি ও অফুরান শুভেচ্ছা। জয় হোক ভালবাসার, জয় হোক মানবতার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d