বরিশাল ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪২ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় চার লিটার চোলাই মদ সহ মো.রাকিবুল সিকদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ । শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের কুমারপট্রি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বরগুনার আমতলী উপজেলার চাওড়ালোদা গ্রামের মো.শহিদুল ইসলাম সিকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শওকত জাহান জানান, বিক্রির উদ্দেশ্যে ওই মদ সে বহন করে যাচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।