বরিশাল ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ক্লাবে বর্ণিল আয়োজনে ক্রিকেট জগতে এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার সোহাগ গাজী এর সাথে কুষ্টিটিয়ার খাজা নগরের আঃ সালাম সরকার ও জিন্নাত রেহেনার কনিষ্ঠ কন্যা সুমাইয়া সরকার সুমির বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠিত।
গতকাল ভালবাসার মাস ফাল্গুনের দ্বিতীয় দিন ১৫ ফেব্রæয়ারী শনিবার জেলার অভিজাত ক্লাব পটুয়াখালী ক্লাবে পটুয়াখালীর কালিকাপুর নিবাসী মোঃ শাহজাহান গাজী ও মোছাঃ হাসিনা বেগম এর কনিষ্ঠ পুত্র তুখোর ক্রিকেটার সোহাগ গাজীর সাথে কুষ্টিটিয়ার খাজা নগরের আঃ সালাম সরকার ও জিন্নাত রেহেনার কনিষ্ঠ কন্যা সুমাইয়া সরকার সুমির বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানে স্থানীয় বিশিস্ট জনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠন সমূহের কর্মকর্তা ক্রিকেট অনুরাগী, সাংবাদিকসহ শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন। ক্রিকেটার সোহাগ গাজী উপস্থিত সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে তার এবং তার বধূর জন্য দোয়া কামনা করেন। #