বরিশাল ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ কারিগরি শিক্ষায় ২য় শিফটের সম্মানীভাতা প্রাপ্তির জটিলতা নিরসনের দাবীতে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গতকাল ১৬ ফেব্রæয়ারী রবিবার বিকাল ৩টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের বক্তব্য রাখেন ইন্সস্ট্রাক্টর (নন-টেক) মোঃ আলতাফ হোসেন, জুনিয়র ইন্সস্ট্রাক্টর (সিভিল) মোঃ জাকির হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সোহেল আহমেদ প্রমুখ। ইনস্টিটিউটের ক্রাফট ইন্সস্ট্রাক্টর মোঃ মোস্তফা কামাল, উচ্চমান সহকারী মোঃ মজিবুর রহমান, ক্রাফট ইন্সস্ট্রাক্টর মোঃ মহিউদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা- কর্মচারী মানববন্ধনে অংশগ্রহন করেন। বক্তারা অবিলম্বে কারিগরি শিক্ষায় বিদ্যমান ২য় শিফটের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। #