জাহানারার দুর্দান্ত বোলিং, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় টাইগ্রেসদের

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৬:১৫
  • 764 বার পঠিত
জাহানারার দুর্দান্ত বোলিং, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় টাইগ্রেসদের
সংবাদটি শেয়ার করুন....

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ৪ উইকেট নিয়ে টাইগ্রেসদের দারুণ এই জয় এনে দিয়েছেন পেসার জাহানারা আলম। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। তিন বলের ব্যবধানে তাদের শেষ ২ উইকেট তুলে নেন জাহানারা। তাতে ১১১ রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ব্রিসবেনে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন সালমা খাতুন। নির্ধারিত ২০ ওভারে ১১১/৮ সংগ্রহ করে টাইগ্রেসরা। সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। নিগার সুলতানা ১৩ ও ফারজানা হক করেন ২১ রান। রিতু মনি ১৪ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে ১২ রানে ২ উইকেট নেন আইমান আনোয়ার।

১১২ রানের লক্ষ্যে খেতে নামা পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন অধিনায়ক সালমা খাতুন। দলীয় ১০ রানে আয়শা নাসিমকে সাজঘরে ফেরান তিনি। দলীয় ১৮ রানে জাহানারার শিকারে পরিণত হন অধিনায়ক বিসমাহ মারুফ। ৫ রান পর সালমা তুল নেন উমাইমা সোহেলকে। এরপর দৃশ্যপটে খাদিজা তুল কুবরা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন এই অফস্পিনার। তার শিকার হয়ে ফেরেন ইরাম জাভেদ, সিদরা নাওয়াজ ও ওপেনার জাভেরিয়া খান। জাভেরিয়া দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন। মাঝে নিদা দারকে (১৪) ফেরান পান্না ঘোষ।

পাকিস্তানের শেষ তিন ৩ উইকেটই নেন জাহানারা। দলীয় ৮৫ রানে আইমান আনোয়ারকে ফেরান তিনি। নবম উইকেটে জুটি গড়ে পাকিস্তানকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন আলিয়া রিয়াজ। কিন্তু দলীয় ১০২ রানে আলিয়াকে (১৮) বোল্ড করে ম্যাচটা বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন জাহানারা। এরপর দিয়ানা বেগকেও বোল্ড করে নিশ্চিত করে জয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d