বরিশাল ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সাগর ও নদী মোহনায় দিনভর অভিযান চালিয়ে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি বেহুন্দি জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় ৩ মন ঝাটকা ইলিশ জব্দ করে।
বৃহস্পতিবার রাতে উদ্ধারকৃত ওই জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিতিতে পৌর শহরের হ্যালীপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জব্দকৃত ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও বিতারণ করা হয়েছে বলে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান
জানিয়েছেন।