বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালে ইনার হুইল নামে মহিলাদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বরিশাল নগরীর একে স্কুল হল রুমে বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক আলোচনার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মাধ্যমে এই মহিলাদের সংগঠনটি আত্ব প্রকাশ ঘটেছে।
ইনার হুইল সংগঠন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কেন্দ্রীয় মহিলা সংগঠনের ১৫ জন নেতৃবৃন্দের উপস্থিতিতে বরিশালের কমিটি গঠিত হয়েছে। উক্ত সংগঠনের প্রথম বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে প্রফেসর (অবঃ) শাহ সাজেদা, ভাইস প্রেসিডেন্ট ডাঃ বনলতা মুর্সিদা,ভাইস প্রেসিডেন্ট দিলরুবা আক্তার, সেক্রেটারী রেবেকা সুলতানা,কোষাধাজ্ঞ লতিফা বেগম মুক্তা,আইএম ও শেখ অন্যান্য আহমেদ ,ক্লাব করেসপন্ডেন্ট নারগীস সুলতানা চায়না,ইসি মেম্বার তানজিলা জেরিন প্রর্মি। এছাড়া সংগঠনের অপর সদস্য হচ্ছেন পারভীন আফরোজ শীলা,সোনিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌশ,তানিয়া সুলতানা,জেসমিন আক্তার রিমা,এনজেল আক্তার,জাহিদা আক্তার তানিয়া প্রমুখ।
বরিশালে মহিলাদের নতুন এই কমিটি গঠনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত চেয়ারম্যান তাহিয়া খলিল,ভাইস চেয়ারম্যার এনজেলা বৈশাখী ম্যানডেস,চ্যাটার প্রেসিডেন্ট ফাতেমা মাজিদ,ডিস্ট্রিক চেয়ারম্যান বুলবুল আলম,ডিস্ট্রিক চেয়ারম্যন
লাভলী বায়জীদ,ক্লাব প্রেসিডেন্ট আয়সা খাতুন ও ইসি মেম্বার শামীমা মাসুদ প্রমুখ।