বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
বরিশালে যথাযোগ্য মর্যদায় মুজিববর্ষ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় সার্কিট হাউজ মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার কথা জানানো হয় সভায়।
সভায় জানানো হয়, ১৬ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে আতশবাজী উৎসবের মধ্য দিয়ে বরিশালে মুজিববর্ষ উদযাপন শুরু করবে সিটি করপোরেশন। ১৭ মার্চ সন্ধ্যায় বরিশাল জেলা স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দেশের খ্যাতনামাসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বিরতিতে চলবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা। এছাড়া থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
সমন্বয় সভায় বক্তৃতা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন ও প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রমুখ। সভায় বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।