বরিশাল ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
অনলাইন ডেস্ক।। বরগুনার পাথরঘাটায় ১ কেজি গাঁজাসহ জুয়েল (২৫) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর এলাকার মো. জাফর মীরের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হিসেবে কাজ করেন।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফট্যানান্ট মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে- এ সংবাদের পরে সেখানে অভিযান চালিয়ে জুয়েল নামের এক যুবককে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে কোস্টগার্ডের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা থানায় আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।