বরিশাল ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪২ হিজরি
দি বরিশাল ডেস্ক।। সাকিব আল হাসান একটি চ্যারিটি ম্যাচ খেলতে শিগগির মাঠে নামছেন। আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দাতব্য ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যাল।
ইতিমধ্যে এর টিকিট বিক্রি শুরু হয়েছে।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার।
আইসিসি সাকিবের ওপর ২ বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলায় গেল বছর অক্টোবরে। তবে দায় স্বীকার করে নেয়ায় ১ বছর শিথিল করা হয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান।