বরিশাল ১৯শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় এবং করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক শাহ জালাল এর সভাপতিত্বে আনুষ্ঠানেভাবে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এ সময় করোনা প্রতিরোধে করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ সাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জি.এম সরফরাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনান্ট চাকমা, ডিপে-ামেসি চাকমা, মানস দাস, মোঃ আসাদুজ্জামান, তানভীর হোসেন ও দিলারা আক্তার, শিক্ষকবৃন্দ। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রষাসক সরফরাজ, সদর ইউএনও লতিফা জান্নাতীসসহ ম্যাজিস্ট্রেটবৃন্দ স্কুলের উপস্থিত সহাস্রাধিক ছাত্র-ছাত্রীদের হাতে
লিফলেট তুলে দেন।