বরিশাল ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া।। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর সর্বনাশা ভাঙন রোধে জিই’ও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ফেরীঘাট সংলগ্ন নদীতে জিই’ও ব্যাগ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পরে এক পথ সভায় প্রধান অতিথির
বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন, সন্ধ্যা নদীর ভাঙনে অনেক পরিবার পথে বসে গেছেন। যাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত তাদের মাথা গোঁজার ঠাই তৈরি করতে পারেননি,এসব পরিবারের জন্য কাজ করা হবে। তবে যেসব পরিবার এখনও ভাঙ্গন তীরবর্তী স্থানে বসবাস করছেন,তাদের জন্যই জিই’ও ব্যাগ ফেলার কার্যক্রমর উদ্বোধন করা হয়েছে,যাতে করে কিছুটা হলেও ভাঙ্গন রোধ করা যায়।
তিনি আরও বলেন, বানারীপাড়ার সন্ধ্যা নদীর ভাঙন রোধ কল্পে সাড়ে তিনশত কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। নদী ভাঙনে আর কোন পরিবারকে ফসলী জমি সহ বসতভিটা হারিয়ে নিঃস্ব ও রিক্ত হতে দেওয়া হবে না। এ জন্য তিনি উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধি এবং নেতা-কর্মীদের তার পাশে থাকার জন্য আহবান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ প্রমুখ।
এছাড়াও জিই’ও ব্যাগ প্রকল্পের ঠিকাদার ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত পানি উন্নয়ন বোর্ড ১৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ভাঙন প্রবণ সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ফেরীঘাট সংলগ্ন ৪০ মিটার জুড়ে ৪ হাজার ৬৭ (প্রতি ব্যাগে কমপক্ষে ১৭৫ কেজি বালু) ই’ও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করছে।