করোনা প্রতিরোধে পটুয়াখালীতে কোয়ারেন্টাইন ইউনিট ও আইসোলেশন বেড প্রস্তুত

  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৯:৫১
  • 1138 বার পঠিত
করোনা প্রতিরোধে পটুয়াখালীতে কোয়ারেন্টাইন ইউনিট ও আইসোলেশন বেড প্রস্তুত
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখঅলীতে করোনা ভাইসরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহন করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালী সদরে ৫০ শয্যার একটি কোয়ান্টোইন ইউনিটের পাশাপাশি জেলায় একশ আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মস্থলে ফিরে আসা
চারজন চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষনে রাখা সহ জেলায় বিভিন্ন মেগা প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের মনিটরিং করার জন্য গঠন করা
হয়েছে ৯ সদস্যের রেপিড রেসপন্স টিম।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে জেলা সদরে নবনির্মিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চতুর্থ তলা ভবনকে ৫০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত করা হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালে পাঁচ শয্যার করোনা ভাইরাস আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, জেলা ও উপজেলার সকল সরকারি ও বেসরকারি হাসপাতলে প্রতি ১৫ শয্যার একটি শয্যা সম্ভাব্য করোনা রোগীর জন্য কোয়ারেন্টাইন ইউনিটে নিবিড় পর্যবেক্ষনের জন্য ব্যবস্থা করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে সিভিল সার্জন দপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ধানখালী এলাকায় বাংলাদেশ চায়না পাওয়ার কেম্পানীর একটি ভবনে একশয্যা বিশিষ্ট ২০টি কক্ষে ও নরিকো ইনটেল পাওয়ার লিমিটেডে একটি কক্ষে চার শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন ইউনিট এবং পটুয়াখালীতে অপর একটি প্রকল্পে দুই শয্যার একটি কক্ষ কোয়ারেন্টাইন ইউনিট হিসাবে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ধানখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি চীন থেকে কর্মস্থলে ফিরে আসা চারজন চীনা নাগরিককে তাদের প্রতিষ্ঠানের কোয়ারেন্টাইন ইউনিটে বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জাানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা ব্রীজে কর্মরত চীনা নাগরিকদের যথাযথ মনিটরিং করার জন্য সিভিল
সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলমকে চেয়ারম্যান করে নয় সদস্য বিশিষ্ট একটি করোনা ভাইরাস রেপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।
এদিকে, দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরা মো. জসীম তালুকদার (৩০) নামে একজনকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আগামী ২২ মার্চ তারিখ পর্যন্ত বাধ্যতামূলক তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন পাঙ্গাশিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারি এস.এম শহীদুল ইসলাম। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই বিষয়টি
নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক প্রস্তুতির পদক্ষেপ নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক কোয়ারেন্টাইন ইউনিট। তাছাড়া একাধিক মেগা প্রকল্পে চীনা নাগরিকরা যেহেতু কর্মরত আছেন,
সেইজন্য তাদেরকে সার্বক্ষনিক মনিটরিং করার জন্য রেপিড রেসপন্স টিম কাজ করছে।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলা শহরে নবনির্মিত চারতলা বিশিস্ট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবনকে ৫০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নাই, তাই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরন করে সচেতন করার কাজ চলছে।

২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এম.এ মতিন জানান, করোনা ভাইরাসে সম্ভাব্য আক্রান্ত রোগীদের প্রাথমিক সেবা প্রদানের জন্য হাসপাতালে পাঁচটি শয্যা প্রস্তুত করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজ শিক্ষার্থী, স্টাফ ও নার্সসহ সংশ্লিস্টদের করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও প্রাথমিক সেবা প্রদানের জন্য সভা, সেমিনার করা হচ্ছে।
সর্দি, জ্বর, কাশি রোগীদের জন্য আলাদা কক্ষে সেবার প্রস্তুতি নেয়া হয়েছে বলে তত্ত্বাবধায়ক ডাঃ এম.এ মতিন এ প্রতিনিধিকে জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d