কুকুরের কামড়ে মঠবাড়িয়ায় জখম ৯ শিশু

  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৯:৩০
  • 793 বার পঠিত
কুকুরের কামড়ে মঠবাড়িয়ায় জখম ৯ শিশু
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন বৃদ্ধা, অন্যরা শিশু। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে তারা কুকুরের আক্রমণের শিকার হলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, মঠবাড়িয়া পৌর শহরে সম্প্রতি কুকুরের টিকা দেওয়া হয়েছে। কিন্তু শহরের বাইরে অনেক কুকুর ঘোরাঘুরি করছে, তাদের টিকা দেয়া হয়নি। বেওয়ারিশ এসব কুকুর নিয়ে আতংকে আছেন এলাকাবাসী। এরই মাঝে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে পথে কুকুরের কামড়ের শিকার হয়েছে ১০ জন। তাদের মধ্যে নয়জনই শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উপজেলার বড়মাছুয়া গ্রামের সোহরাব হোসেন এর দুই শিশু ফাহিম (৭) ও সাব্বি (৩), রাজপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রিদওয়ান (৭), পশুরিয়া গ্রামের সগীর হোসেনের ছেলে সুমন হোসেন (১০), দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিল হোসেনের ছেলে রাজু (৯), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে আব্দুল্লাহ(৫) সাপলেজা গ্রামের নেপাল চন্দ্র শীলের মেয়ে শ্যামা রানী (৮), দক্ষিণ সোনাখালী গ্রামের শরৎ হাওলাদারের মেয়ে বণিতা হাওলাদার (৯) ও সাপলেজা গ্রামের বিদ্যুৎ কুমার হালদারের ছেলে বাসুদেব হালদার (৫)। এছাড়া আহত হয়েছেন বাদুরতলী গ্রামের আব্দুল হামিদের স্ত্রী বৃদ্ধা রিজিয়া বেগম (৭৫),

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিবুর রহমান জানান, কুকুরের কামড়ে জখম ১০জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের শরীরে কুকুরের কামড়ে ভয়াবহ জখম হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d