বরিশাল ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
দি বরিশাল ডেস্ক।। এ যেন লঙ্কাকাণ্ড! বাড়ির সামনে প্রায় শ’খানেক মানুষ দাঁড়িয়ে আছে। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল রাস্তায় পার্কিং করার কারণে রীতিমতো জ্যাম সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, কী কারণে উৎসুক জনতার এমন ভিড়? মূলত অষ্ট্রেলিয়া ফেরতদের দেখতে তাদের বাড়ির সামনে এমন কাণ্ড!
বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে জনৈক এক অস্ট্রেলিয়া ফেরত প্রবাসীর বাড়ির সামেন এমন চিত্র দেখা যায়। এর আগে তাকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, নবীগঞ্জে ইউরোপ ফেরত পাঁচজন প্রবাসীর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। নিজ বাসায় আলাদা কক্ষে বাস করতে বলা হয় তাদের। এ খবর শুনে এলাকার মানুষ ভিড় করছে বাড়িগুলোর সামনে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সতর্কতামূলক চারটি কেবিন প্রস্তুত থাকলে ও কোনো প্রবাসীকে সেখানে নেয়া হয়নি। তবে প্রশাসনিকভাবে নজরদারি রয়েছে তাদের প্রতি। এদিকে করোনার কারণে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিকসহ সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।