২১ মার্চের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সভা ও প্রবেশপত্র,খাতাপত্র বিতরণ স্থগিত

পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ১৫:০৭
  • 775 বার পঠিত
পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা!
সংবাদটি শেয়ার করুন....

জিয়া শাহীন ॥ করোনার কারণে এবার পিছিয়ে যাচ্ছে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২১ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যে সভা ছিল তা স্থগিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। একই সাথে ২২,২৩ ও ২৪ মার্চের প্রবেশপত্র,খাতা ও আনুসাংগিক দ্রব্যাদি বিতরণের যে সূচি ছিল তাও স্থগিত করা হয়েছে। বোর্ড কর্মকর্তারা জানান, ৩১ মার্চ পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকায় ১ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করা অসম্ভব হয়ে পড়েছে।

২০ মার্চ শুক্রবার বরিশাল শিক্ষা বোর্ড বন্ধ থাকলেও বোর্ডেরে ওয়েব সাইটে জরুরী একটি নোটিশ আপলোড করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়েছে অনিবার্য কারণবসত: শনিবার ২১ মার্চ পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যে সভা ছিল তা এবং ২২,২৩ ও ২৪ মার্চ হাজিরা শীট প্রবেশপত্রসহ আনুসাংগিক কাগজপত্র বিতরণের যে সুচী ছিল তাও স্থগিত করা হল।
বোর্ডের এক কর্মকর্তা জানান, বলেজগুলো ৩১মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষক কর্মচারীরা সকলে ছুটিতে। এ অবস্থায় এ ধরনের নোটিশ দেয়া ছাড়া উপায় ছিল না। তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেয়া ছাড়া আর কোন গতান্তর নেই।
তা হলে কি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে? এ ব্যাপারে হোম কোয়ারান্টাইনে থাকা বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুচ জানান, খাতাপত্র বিতরণ করতে হলে সেখানে বড় ধরনের সমাবেশ হবে। সরকারী নিষেধাজ্ঞার কারণে তাই নোটিশ জারি করে তা বন্ধ করা হয়েছে। আর পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত মন্ত্রনালয়ের। এ ব্যাপারে রবিবার কি সোমবার চুড়ান্ত কোন সিদ্ধান্ত আসতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d