বরিশাল ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।
ডিসি বরিশাল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ওই পোস্টটির পক্ষে এরইমধ্যে বরিশাল জেলার নাগরিকরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন, তারা এ আহ্বানকে সাধুবাদও জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা অবদি অনেকটা আলোচিত এ পোস্টটি ৮১৭ জন শেয়ার করেছেন। এছাড়া কমেন্ট করেছেন ৯৩ জন ও লাইক পেয়েছে এক হাজারেরও বেশি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ডিসি অজিয়র রহমান ওই ফেসবুক পেজে জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে বিভাগে প্রায় ৫ শত জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে