বরিশাল ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
দৈনিক সমকাল এর বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জির বাবা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জি পরলোকগমন করেছেন।
স্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১১টায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডস্থ সরকারি বরিশাল কলেজ সংলগ্ন মল্লিক রোডে নিজ বাড়িতে তাকে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে। পরে বরিশাল আদী মহা স্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাবস্থায় অবসরগ্রহন করেন। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইনিয়নের কাকরদা গ্রামে।
স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে স্বাসকষ্ট জনিত করণে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেশি খারাপ হলে রাত ১২টার দিকে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।