কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, গ্রামজুড়ে আতঙ্ক

  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৭:২০
  • 749 বার পঠিত
কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, গ্রামজুড়ে আতঙ্ক
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একদল মুখোশদারী গভীর রাতে অস্ত্রের মুখে এক পরিবারকে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের নফেল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই মুখোশদারীরা তার বসত ঘরের আসবাবপত্র তছনছ করে। শুক্রবার সকালে এ খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
নওফেল তালুকদার জানান, প্রত্যেকের হাতে, রামদা, চাকু ছিল। প্রথমেই ৪-৫ জন ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে করে মোবাইল সেট নিয়ে যায়। এরপর ঘরের আলমারিতে থাকা নগদ ১০ লক্ষ টাকা সহ প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় আরো কয়েকজন ঘরের বাইরে পাহারা ছিল। তিনি এ ঘটনাকে ডাকাতি বলে দাবি করেছেন।
নফেল তালুকদারের ছেলে পারভেজ জানান, ওইরাতে মুখোশদারীরা টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর সকলের কাছে থাকা মোবাইল সেট কেড়ে নেয়। পরে ঘরের মালামাল লুটে করে নিয়ে যায় বলে তিনি সাংবাদিদের জানান।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে জানিয়েছেন ।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d