বরিশাল ১৯শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪২ হিজরি
বরিশালে করোনা সংক্রমন সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে যেয়ে স্থানীয় পত্রিকার ২ ফটো সাংবাদিককে পেটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।
তিনি জানান, ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিলো, ঘটনা জানাজানি হওয়ার পর তাদেরকে ক্লোজড করে লাইনে পাঠানো হয়েছে।
ক্লোজড হওয়াদের মধ্যে রয়েছেন নায়েক মহসিন ও কনেস্টাবল কাওসার এবং জাহিদুল।