বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
এ এস সিফাত।। করোনা ভাইরাস প্রতিরোধ ও বর্তমান সংকটময় পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর, ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বরিশাল নগরীর জে আহমেদ এন্ড কোম্পানি।
রবিবার (২৯ মার্চ) সকালে নগরীর ১১নং ওয়ার্ড সংলগ্ন জে আহমেদ এন্ড কোম্পানির এমডি রিজভি জামাল’র নিজ বাসভবন বড়বাড়ির সম্মুখে ২০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ বিতরণ করা হয়েছে।
প্রথমে সাবান দিয়ে হাত ধোয়া ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয় এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জে আহমেদ এন্ড কোম্পানির এমডি রিজভী জামাল, ডিএমডি ওয়াসি আহমেদ, অডিট অফিসার এ এস সিফাত, রফিকুল হাসান, সুপারভাইজারবৃন্দ সহ কোম্পানির কর্মকর্তারা।
এ সময় জে আহমেদ এন্ড কোম্পানির এমডি রিজভী জামাল বলেন, আমাদের সমাজের সকল বিত্তবান ও সামর্থ্যবানদের তাদের নিজ নিজ স্থান থেকে দরিদ্রদের সহায়তার জন্য এগিয়ে আসা উচিত। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।