বরিশাল ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৪ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল এগারটার দিকে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া এর আগে কলাপাড়া পৌর শহরসহ আশপাশের গ্রামের বিভিন্ন স্থানে গিয়ে দিনমজুর শ্রেনীর প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে উপজেলা প্রশাসন।