৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১১:০০
  • 730 বার পঠিত
৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

করোনা পরিস্থিতিতে শিল্প রক্ষা, বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা, সামাজিক নিরাপত্তা জোরদার করতে ৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংবাদ সম্মেলনে তিনি এ প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজের আওতায় শিল্প প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিতে পারবে। এছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিতে চলমান কার্যক্রমে বাড়তি অর্থ ব্যয় করা হবে। গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলন বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক দুরত্ব বজায় রাখা কার্যক্রম চলমান থাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত ছিলেন না। করোনার প্রভাবে সম্ভাব্য ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী সরকারের আশু করনীয়, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি সরকারি ব্যয় কর্মসৃজন নির্ভর কাজে বেশি করা হবে। এছাড়া বিদেশ সফরকে নিরুৎসাহিত  করা হবে। প্রণোদনা প্যাকেজের আওতায় কতিপয় ঋণ কর্মসূচির মাধ্যমে দেয়া হবে। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান এ ঋণ পাবে ৯ শতাংশ সুদে। তবে এই সুদের পাঁচ শতাংশ সরকার ভর্তুকি দেবে। এ খাতে ২০ হাজার কোটি টাকার ঋণ দেয়া হবে। তিনি বলেন, এই আর্থিক প্যাকেজ বাস্তবায়ন হলে চলমান অবস্থার উন্নয়নে সহায়তা করবে।

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d