বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
ঝালকাঠির সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে দুস্থ মানুষের জন্য সরকারের দেওয়া আড়াই টন ত্রাণের চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনিরের বাড়ি থেকে চাল উদ্ধার হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ত্রাণের আড়াই টন চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। তবে সেই বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না।
জেলা প্রশাসক জোহর আলী বলেন,ওই ইউপি সদস্য তার পরিবারের সদস্যদের জানিয়েছেন- চালগুলো তিনি কিনেছেন। বিষয়টি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।