গৌরনদীতে করোনায় আক্রান্ত বৃদ্ধা নিখোজ ॥ তোলপাড়

  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৯:৩৯
  • 821 বার পঠিত
গৌরনদীতে করোনায় আক্রান্ত বৃদ্ধা নিখোজ ॥ তোলপাড়
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার॥ বিকালে জানা গেল তার রিপোর্ট পজেটিভ। সব মিডিয়া হুমড়ি খেয়ে পড়ল। কিন্তু গৌরনদী থেকে স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্য কর্মকর্তারা রহস্যজনকভাবে নিরাবতা পালণ করতে থাকেন। অপর দিকে সংবাদটি জানতে পেরে টরকি এলাকায় তোলপাড় শুরু হয়। কিন্তু স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরণের কোন রোগি নেই। তার বাড়িতেও তাকে কেউ খুজে পাচ্ছে না। শেষ পর্যন্ত জানা গেল বৃদ্ধা নাকি পালিয়ে ঢাকা চলে গেছে। স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীর চরম গাফিলতিতে শতশত মানুষ এখন করোনায় আক্রান্ত হবার উপক্রম হয়েছে।
বিকালে মিডিয়ায় করোনা আক্রান্ত বৃদ্ধার রিপোর্টটি চলে আসার পরপরই সবার দৌড়ঝাপ শুরু হয়। রিপোর্টে উল্লেখ রয়েছে পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। বরিশাল থেকে ফোন করা হয় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। গৌরনদীর সাংবাদিকরা ছুটে যান স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু হাসপাতালে ঐ নামের কেউ নেই। খোজ চলে রিপোর্টে উল্লেখ করা ঠিকানায়। কিন্তু বাড়ি আছে, বৃদ্ধা নেই। কেউ বলতে পারছেন না। পরে জানা গেল বৃদ্ধা পালিয়ে ঢাকা চলে গেছেন। পিলে চমকে ওঠার মত ঘটনা।কিভাবে ঘটল?

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার (টরকী বন্দর) ওই নারী ও তার স্বামী ঢাকায় জামাতা বাড়িতে ছিলেন। গত ৯ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে ঢাকা থেকে নারীর জামাতা পরিচয় দিয়ে একজন মোবাইলে জানান, তার শ্বাশুড়ির করোনা উপসর্গ নিয়ে বাড়িতে গেছে। জামাতা পরিচয় দানকারী শ্বশুরীর ঠিকানা দিয়ে বিষয়টি গোপন রেখে পরীক্ষা করার অনুরোধ জানান। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই তথ্য অনুযায়ি গত ১১ এপ্রিল ওই নারীর সুন্দরদী বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বরিশালের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। গতকাল সোমবার রিপোর্ট হাতে পাওয়ার পরে করোনা পজেটিভ সনাক্ত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।
রিপোর্ট পজেটিভ হবার পরপরই প্রশাসন ঐ বাড়িতে ছুটে যায়। কিন্তু মহিলাকে পাওয়া যায়নি। জানা গেছে তিনি স্যাম্পল দিয়েই আবার ঢাকা চলে গেছেন। ঢাকার কোন ঠিকানা কেউ বলতে পারছেন না। কেউ বলছেন, তিনি জামাতার বাড়ি চলে গেছেন, কিন্তু সেই ঠিকানা পাওয়া যায়নি। কেউ ভরছেন তিনি বারডেমে বর্তি ছিলেন। এখন নেই। একজন করোনা আক্রান্ত মহিলা এখন অবাদে ঘুরে বেড়াচ্ছেন এটি নিয়ে আতঙ্কিত সবাই।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ প্রসঙ্গে মিডিয়াকে বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি সোমবার বিকেলে আমাকে অবহিত করেছে। ওই বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d