পটুয়াখালীতে অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট উদ্বোধন

  • আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ১৫:৫৮
  • 766 বার পঠিত
পটুয়াখালীতে অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ নৌ-পথে ঢাকা এবং নারায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য পটুয়াখালী লঞ্চঘাটে মেসার্স এ আর খান দোতলা লঞ্চটিকে কোয়ারেন ভাইরাস আপদকালিন অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সদর লঞ্চঘাটে উপস্থিত হয়ে মেসার্স এ আর
খান দোতলা লঞ্চটিকে কোয়ারেন ভাইরাস আপদকালিন সময় অস্থায়ী ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তিরা পটুয়াখালীতে প্রবেশ করবে, তাদেরকে ও তাদের
পরিবারকে নিরাপদ রাখতে তথা জেলার মানুষকে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন থেকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করার ব্যবস্থা নিতে হয়েছে। এ কোয়ারেন্টাইন ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ, বিআইডব্লিটিএ ও
স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা থাকবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, সদর
উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ, নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

গত ৯ এপ্রিল দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে করোনা ভাইরাসে দুলাল হাওলাদার (৩২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। এ গার্মেন্টস কর্মী ৪ এপ্রিল নারায়নগঞ্জ থেকে আসছিল। এ গার্মেন্ট
কর্মীর মৃত্যুর পর তার বাড়ির ৯ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে এ ৯জনের মধ্যে গার্মেন্টস কর্মীর বড় বোন খাদিজা বেগম(৪০) এর রিপোর্ট পজেটিভ আসে। তাকে সোমবার বিকালে জেলা শহরের প্রতিষ্ঠানিক আইসোলেশনে আনা হয়। তার অবস্থা আশঙ্কা জনক বলে স্থানীয় সূত্রে
জানা গেছে। এ ছাড়া নদী পথে বিভিন্ন নৌ-যানে নারায়নগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে লোজন পটুয়াখালীতে আসছে বলে প্রশাসন জানায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d