বরিশাল ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে শহরের শতাধিক নরসুন্দরদের (সেলুন কর্মচারী) মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালী এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
করোনা ভাইরাসের কারনে গত কয়েকসপ্তাহ যাবত শহরের সেলুন গুলো বন্ধ থাকায় শতাধিক সেলুন মালিক ও শ্রমিকরা কর্মহীন হয়ে পরে। এসব
পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে চাল, ডাল, আলু এবং তেল সরবরাহ করা হয়। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ত্রান বিতরনকালে “সরকারের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব রক্ষায় সেলুন গুলো বন্ধ রেখে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করায় ত্রান নিতে আসা সেলুন মালিক ও কর্মচারীদের ধন্যবাদ জানান। এ দঃসময়ে সরকার অপনাদের পাশে আছে। এই সময়ে আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা
অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার লতিফা জান্নাতী, নির্বাহী ম্যজিস্ট্রেট মাহবুবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।