বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
বরিশালে আরো দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯জন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জানা গেছে, মঙ্গলবার যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের মধ্যে একজনের বাড়ি হিজলা এবং অপরজনের মুলাদীতে। হিজলা ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং মঙ্গলবার তাদের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়াও এর আগে বাবুগঞ্জে তিনজন, আগৈলঝাড়া, গৌরনদীতে, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।