ত্রা‌নের দাবিতে রাস্তায় ব‌রিশা‌লের নিম্নআয়ের মানুষ

  • আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৪:২৬
  • 732 বার পঠিত
ত্রা‌নের দাবিতে রাস্তায় ব‌রিশা‌লের নিম্নআয়ের মানুষ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে / বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডে ত্রাণ না পাওয়া ঘরে থাকা নিম্নআয়ের মানুষেরা ত্রাণের দাবিতে রাস্তায় নামে। ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে ফিরে গেলেও জরুরি খাদ্য সরবরাহের দাবি জানিয়েছে তারা। পুলিশ বলছে কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সকাল ১০টায় নগরীর ১ নং ওয়ার্ডের বিসিক রোডে জড়ো হয় ওই এলাকার নিম্নআয়ের সাধারণ মানুষ। তারা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা কোন জায়গা থেকে এখনো কোন ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছেন। এ অবস্থায় খাদ্য সহায়তার দাবিতে পথে নেমেছেন তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়, সাধারণ মানুষকে বুঝিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। তাদেরকে বলা হয়েছে, কর্তৃপক্ষের সাথে আলাপ করে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা সমাধানে।

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ওই এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৭শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্নআয়ের সংখ্যা অনেক বেশি। যারা এখনো পায়নি, তারাই আজ পথে নেমেছে। নতুন করে তালিকা করা হয়েছে। তাদের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d