বরিশাল ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
স্টাফ রিপোর্টার / ঢাকা থেকে ট্রলারে করে ৩২ যাত্রী জীবনের ঝুকি নিয়ে মুলাদী পৌছেও শেষ রক্ষা হল না। বেলা ১ টায় যাত্রী নিয়ে মূলাদী আসা ট্রলারটি উপজেলার সফিপুর খেয়াঘাটে পৌছে আটক হয়। স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সহযোগিতায় ট্রলারটি আটক করা হয়। পরবর্তীতে ইউএনও এর নির্দেশে খেয়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। ট্রলার চালক ২ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০০০০ টাকা করে মোট ৪০০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তবে আসামীরা তাৎক্ষণিকভাবে জরিমানা প্রদানে অসমর্থ হলে তাদের থানায় আটক রাখা হয়। ট্রলারের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয় এবং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্যকর্মী এসে প্রত্যেকের নমুনা সংগ্রহ করে। এসময় ট্রলারটি জব্দ করা হয়।