বরিশাল ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু ,উজিরপুর: করোনার কারোনে প্রায় ১মাস ধরে ঘরে বেকার হয়ে পড়ে থাকা কর্মহীন উজিরপুরের মাহেন্দ্র ,মিশুক ও অটোচালক শ্রমীকদের হতে প্রধানমন্ত্রীর ত্রান তাহবিলের চাল তুলে দিয়েছেন উজিরপুর পৌরসভার মেয়র মো:
গিয়াসউদ্দিন বেপারী। ১৮ এপ্রিল শনিবার সকালে উজিরপুর হাইস্কুল মাঠে তিনি কয়েকশত শ্রমীকদেও হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
এসময় উপস্তিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু, উপজেলা শ্রমীকলীগের আহব্বায়ক মো: শিপন মোল্লা, উপজেলা আ,লীগের প্রচার সম্পাদক মো: খবির উদ্দিন হাওলাদার, উপজেলা পিআইও অয়ন সাহা প্রমূখ।মেয়রের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে সাধারন শ্রমীকরা খুশী হয়েছেন।আনেকেই অভিমত ব্যাক্ত কওে বলেন দু:সমায়ে আমাদের পাশে দাড়ানোদের কথা আমরাও স্বরন
করবো। মেয়র গিয়াস উদ্দিন বলেন দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হলে সকলের নিয়মকানুন মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী সকল মানুষকে সাহয্য দিবেন কেউ নিরাষ হবেন না।