বাসর

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ২০:১০
  • 1052 বার পঠিত
বাসর
সংবাদটি শেয়ার করুন....

লুপা তালুকদার/

ভালবাসার সপ্ত ডিঙায় তোমায় নিয়ে কত স্বপ্ন এঁকেছি।

তুমি আমি আর আমাদের ভালবাসা হবে একাকার মধুর বাসরে।

কাল আমার বাসর।

আমার সকল স্বপ্ন বিসর্জন দিয়ে আমি কাল বসবো বিয়ের পিড়িতে।

সাজবো নতুন সাজে নীল শাড়িতে।

কিন্তু জানো আমার লাল টুকটুকে বউ সাজা আর হবেনা।

তোমার মনে আছে তুমি বলেছিলে আমার জন্য টুকটুকে লাল শাড়ি লাল চুরি লাল টিপ আনবে আমায় তোমার বউ সাজাতে।

তাই আমি কাল লালশাড়ি পরবোনা।

আমার গতরে থাকবেনা লালের কোনো ছিটেফোঁটা।

আজ কত সহজ ভাবে তুমি খবর নিলে আমি হাতে মেহেদী পড়েছি কিনা।

আমিতো তোমার জন্য বউ সাজবো না তবে কার নামের মেহেদী পড়বো আমার হাতে তুমিই বলো?

হ্যা কাল আমার বিয়ে।

বিয়ে মানে দুটি আত্মার বন্ধন,সুখ স্বপ্নের স্থাপনা।

কিন্ত আমার বিয়ে সেতো শেরেফ সমজতা।

এখানে থাকবেনা আত্মার বন্ধন সুখ স্বপ্নের মেলা।

এখানে প্রতিটি মুহুর্তে হচ্ছে আমার স্বপ্নের মৃত্যু আর সুখের জানাযা।

আর খুশি সেতো আমার নামে কখনো বরাদ্দ দেয়নি চিত্রগুপ্ত কি করে আসবে আমার জীবনে।

কাল আমার আত্মার কবর হবে  রঙিন ফুলের বাসরঘরে।

আমার দেহের কুলখানি হবে অন্য একটি দেহে পিষ্ঠ হয়ে।

এসব শুনতে তোমার ভালই লাগবে তা ঠিক বুঝতে পারছি আমি।

কিন্তু তোমার নিছক ভাললাগা যে আমার বিদায়ি চারকুল তাকি তুমি ভেবেছো একটি বারও?

আর মাত্র কয়েক ঘন্টা পরে ঘটবে আমার আত্মার মৃত্যু আমার দেহ হবে জিন্দালাশে পরিণত আর আমার জীবন পাবে সমজতা নামের সার্টিফিকেট।

জানো খুব ইচ্ছে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলতে, আমি তোমায় ভীষণ ভালবাসি রাকি।

কিন্তু পারছিনা আমায় যে নিরুপায় করে দিয়েছো তুমি তোমার অবহেলায়।

জানো খুব ইচ্ছে হচ্ছে একটি বার তোমার বুকে মুখ লুকিয়ে সুখ খুঁজতে।

আমি আর পারছিনা এই অসহ্য যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে।

আমি শান্তি চাই তোমার বুকের পরশের।

ময়নারে তুমি আমায় একটিবার জড়িয়ে ধরবে?

মিথ্যে করে হলেও আমি শেষবারের মত আর একবার বাঁচার স্বপ্ন দেখতে চাই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d