শেবাচিম হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকদের কর্মবিরতি

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৬:১৪
  • 753 বার পঠিত
শেবাচিম হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকদের কর্মবিরতি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার / নিরাপত্তা জোরদার ও সুরক্ষা সামগ্রী সরবরাহসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম হাসপাতাল) ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা। ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বেশ কিছু দাবির কথাও উল্লেখ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো- হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে হবে। চিকিৎসকদের নিরাপদ আবাসন ও খাবারের ব্যবস্থা করতে হবে। এন-৯৫ মাস্কসহ উন্নত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হবে। এসব দাবি সম্বলিত স্মারকলিপি হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাসের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ বাকির হোসেন জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর বিষয়ে বরিশাল সিটি করপোরেশনে মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহর সঙ্গে আলোচনা করা হয়েছে। এসব দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে করোনা দূভোগের মধ্যে চিবকৎসকদের কর্মবিরতি নতুন দূভোগের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন এসময়ে কর্মবিরতি পালন করাটা যুক্তিযুক্ত নয়। দাবিগুলো উপস্থাপন করাটা ভাল কিন্তু এই মুহুত্বে দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করা ঠিক বলে মনে হচ্ছেনা। এতে করে সাধারন রোগীরা অসুবিধায় পরবে। সম্প্রতি সরকারি ও বেসকারি সংস্থা থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম সরবারহ করা হয়েছে বলে জানাগেছে। তারপরও এমন কর্মবিরতি পালন করা নিয়ে প্রশ্ন উঠেছে সবত্র । এদিকে, শেবাচিম হাসপাতালে তিনজন করোনা রোগী তথ্য গোপন করে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ওই তিন রোগীকে চিহ্নিত করা হয়েছে। তারা বর্তমানে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। করোনা রোগীরা তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনা ছড়ানোর আশঙ্কা বিরাজ করছে। ওই তিন রোগীর চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d